আজ সকাল ১০টা-৪টা পর্যন্ত টেকনাফে বিজিবি-বিজিপির পতাকা বৈঠক
সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক চলছে।
আজ রোববার সকাল ১০টায় কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরী বিওপিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে মিয়ানমারের ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মিয়ানমার মংডুর ১ নম্বর বিজিপি ব্রাঞ্চের কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল কাও না ইয়ান শো ও বাংলাদেশের ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গতকাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত আড়াই মাস ধরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান গোলাগুলিকে কেন্দ্র করে সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এতে বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা আতস্কে আছেন।'
'সীমান্তের এ পরিস্থিতি নিয়ে শুরু থেকেই ২ দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নানা পর্যায়ে যোগাযোগ চলছিল। একাধিকবার বিজিপির কাছে চিঠি পাঠানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই এই বৈঠক,' যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, 'সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতিতে বিজিবি কড়া নজরদারি অব্যাহত রেখেছে।'
Comments