মিয়ানমারের সীমান্তরক্ষীদের সমুদ্রপথে ফেরত পাঠানো হবে: পররাষ্ট্রসচিব

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশে ঢুকে পড়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ৩০০ জনের বেশি সদস্যকে সমুদ্রপথে ফেরত পাঠানো হবে।

আজ বুধবার দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ কথা জানান।

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে আজ দুপুর পর্যন্ত সীমান্তরক্ষী বাহিনী বিজিপির মোট ৩২৭ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

তাদের আকাশপথে পাঠানো হবে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা।

আজ এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, 'মিয়ানমার প্রাথমিকভাবে প্রস্তাব করেছিল যে সীমান্তরক্ষীদের সমুদ্রপথে ফেরত পাঠানো হোক। কিন্তু আমরা ভেবেছি এটি নিরাপদ হবে না। তবে, এখন আমরা ভাবছি যে, তারা যেভাবে চায় সেভাবেই তাদের সমুদ্রপথে ফেরত পাঠানো যেতে পারে।'

বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজিপি সদস্যদের কবে ফেরত পাঠানো হবে, জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, 'এটা এখনো চূড়ান্ত হয়নি। আমরা আগে তাদের প্রত্যাবাসনের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।'

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, 'বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সীমান্তে সক্ষমতা বাড়িয়েছে। তারা তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।'

মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনোয়ার হোসেনও মিয়ানমারের বিজিপি সদস্যদের প্রত্যাবাসনের বিষয়ে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী থান সুয়ের সঙ্গে আলোচনা করেছেন।

 

Comments

The Daily Star  | English
Supply chain disruptions thwart inflation fight

Supply chain disruptions thwart inflation fight

To stabilise prices, the government should focus on improving storage and distribution networks for key commodities

12h ago