টেকনাফ পাহাড়ে বন্য হাতির মৃত্যু

মৃত হাতিটি। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় লেদা পাহাড়ি এলাকায় ৭০-৮০ বছর বয়সী একটি বন্য হাতির মৃত্যু হয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, বার্ধক্যজনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে মৃত হাতিটি পাওয়া যায়।

টেকনাফ বন বিভাগের বিট কর্মকর্তা আবুল কালাম সরকার বলেন, 'বয়সের কারণে হাতির মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। এটির বয়স ৭০ থেকে ৮০ বছর হতে পারে। মৃত হাতির পোস্টমর্টেম করার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।'

হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য নুরুল হুদা বলেন, 'রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় একটি হাতির মৃত্যু হয়েছে। মাসখানেক আগে হাতিটি ওই এলাকায় অবস্থান করছিল বলে রোহিঙ্গাদের বলাবলি করতে শুনেছি।'

Comments

The Daily Star  | English

764 retired officials recommended for promotion by review committee

The committee's report was submitted to Chief Adviser Professor Muhammad Yunus this morning

12m ago