রংপুরে পৌঁছেছেন মির্জা ফখরুল

কালেক্টরেট মাঠে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্যান্য নেতৃবৃন্দ। ছবি: স্টার

বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে রংপুরে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার রাতে ঢাকা থেকে উড়োজাহাজে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। পরে সেখান থেকে সড়ক পথে রাত ১০টায় রংপুরের কালেক্টরেট মাঠে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকু তার সঙ্গে ছিলেন। 

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু দ্য ডেইলি স্টারকে বলেন, 'মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতারা ইতোমধ্যে রংপুরে এসে পৌঁছেছেন।'

কালেক্টরেট মাঠে পৌঁছে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

আগামীকাল শনিবার বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মির্জা ফখরুল।

এদিকে সমাবেশের একদিন আগেই বিভাগের কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলা থেকে নেতাকর্মীরা ইতোমধ্যে সমাবেশস্থলে জড়ো হয়েছেন। শুক্রবার সন্ধ্যার মধ্যে কালেক্টরেট মাঠটি বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে গেছে।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

5h ago