ধর্মঘট এড়াতে মধ্যরাতে ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতা-কর্মীদের রংপুর যাত্রা

ঠাকুরগাঁও-বিএনপি
রংপুর বিভাগীয় সমাবেশে যোগ দিতে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের সামনে গাড়িতে উঠার অপেক্ষায় বিএনপির নেতা-কর্মীরা। ছবি: মো. কামরুল ইসলাম রুবাইয়াত/স্টার

বিএনপির বিভাগীয় সমাবেশের আগে রংপুর পরিবহন মালিক সমিতি আজ শুক্রবার ভোর ৬টা থেকে পরবর্তী ৩৬ ঘণ্টার ধর্মঘটের ডাক দেওয়ায় গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ঠাকুরগাঁও-পঞ্চগড়ের দলীয় নেতা-কর্মীরা রংপুরে রওনা দেন।

এই ধর্মঘটসহ নানান প্রতিকূলতা উপেক্ষা করে তারা রংপুর বিভাগীয় সমাবেশে যোগ দিতে বদ্ধপরিকর।

রাত ১২টার দিকে ছোট ছোট ব্যাগ নিয়ে বেশ কয়েকটি এলাকা থেকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে দেখা যায় নেতা-কর্মীরা এসে জড়ো হচ্ছেন।

পরিবহনের দায়িত্বে থাকা নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী তারা সারিবদ্ধভাবে গাড়িতে উঠছেন।

ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের বিএনপির সভাপতি মাহাবুবুর রহমানের দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাধাবিপত্তির কথা জেনেও ইউনিয়ন বিএনপির শতাধিক নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে রংপুরে যাওয়ার জন্য এসেছেন। গাড়ির সংকটের কথা বলেও তাদের থামানো যায়নি।'

'বিএনপির অঙ্গ সংগঠনগুলোর নেতা-কর্মীরাও নিজ নিজ উদ্যোগে রংপুরে যাওয়ার উদ্দেশ্যে এসেছেন' উল্লেখ করে তিনি আরও বলেন, 'দলের ব্যবস্থাপনায় যেতে না পারলেও নিজ উদ্যোগে যেকোনভাবে তারা সমাবেশে যাবেন বলে জানিয়েছেন।'

ঠাকুরগাঁও-বিএনপি
বিভাগীয় সমাবেশে যোগ দিতে ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতা-কর্মীদের অনেকে নিজ উদ্যোগে বৃহস্পতিবার দিবাগত রাতে রংপুর রওনা দেন। ছবি: স্টার

বেগুনবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাসেম ডেইলি স্টারকে বলেন, 'এই ইউনিয়ন থেকে ১২০ নেতা-কর্মী রংপুরে যাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছেন।'

তিনি আরও বলেন, 'রংপুরে খাবার সংকটের কথা ভেবে সবাই ব্যাগে শুকনো খাবার নিয়েছেন।'

সমাবেশে যোগ দেওয়ার এমন ব্যাকুলতা প্রসঙ্গে চিলারং ইউনিয়নের সভাপতি বজলুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'সমাবেশ থেকে জোরালোভাবে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি তুলতে চাই। ভোটের অধিকার ফিরে পেতে চাই। গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনরুদ্ধার করতে চাই।'

ঠাকুরগাঁও জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. শরীফুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'এই জেলা থেকে বাস-ট্রাক মিলে এখন পর্যন্ত ১২০ গাড়ি রংপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এর মধ্যে, দলীয় কার্যালয় থেকে বেশ কয়েকটি এলাকার নেতা-কর্মীদের নিয়ে ৬৫ গাড়ি ছেড়েছে।'

এ ছাড়াও, বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকে নিজ উদ্যোগে নেতা-কর্মীরা রংপুর যাচ্ছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, 'মধ্যরাত পর্যন্ত জেলার প্রায় ৮-১০ হাজার নেতা-কর্মী রংপুরে পৌঁছেছেন। সমাবেশস্থলে সুশৃঙ্খলভাবে অবস্থানের জন্য জেলা বিএনপির নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত অগ্রগামী দল ইতোমধ্যে রংপুরে পৌঁছেছে।'

ঠাকুরগাঁও পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান ডেইলি স্টারকে বলেন, 'শনিবারের সমাবেশে যোগ দিতে অনেক নেতা-কর্মী নিজ উদ্যোগে গতকাল দুপুরের পর রংপুরে পৌঁছেছেন।'

পঞ্চগড় থেকেও একইভাবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে রংপুরের যাওয়া শুরু করেন।

বোদা উপজেলা বিএনপি নেতা আরিফুল ইসলাম মুঠোফোনে ডেইলি স্টারকে বলেন, 'উপজেলা সদরসহ বেশ কয়েকটি ইউনিয়নের কর্মীরা নিজ উদ্যোগে দুপুরের পর থেকেই রংপুরের যাওয়া শুরু করেছেন।'

পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ডেইলি স্টারকে বলেন, 'বিভাগীয় সমাবেশকে ঘিরে গণতন্ত্র ফিরিয়ে আনার যে আন্দোলন, তা জোরদার করতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।'

'ধর্মঘটের কথা মাথায় রেখে দলের ব্যবস্থাপনার বাইরেও সমাবেশে যোগ দিতে নিজ উদ্যোগে তারা রংপুরে যাচ্ছেন এবং অনেকে ইতোমধ্যে সমাবেশস্থলে পৌঁছে গেছেন,' যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, 'ধর্মঘট দিয়ে বা বাধা সৃষ্টি করে জনতার এই জোয়ার ঠেকানো যাবে না, সমাবেশ সফল হবেই।'

Comments

The Daily Star  | English

$14b a year lost to capital flight during AL years

Bangladesh has lost around $14 billion a year on average to capital flight during the Awami League’s 15-year tenure, according to the draft report of the committee preparing a white paper on the economy.

12h ago