২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ৫.৭০ শতাংশ

করোনায় আরও একজনের মৃত্যু
প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৭০ শতাংশ।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল দেশে করোনা শনাক্তের হার ছিল ৪.৬৫ শতাংশ এবং রোববার শনাক্তের হার ছিল ৪.৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৪১ জন ঢাকা বিভাগের, ৬ জন ময়মনসিংহ বিভাগের, ১৯ জন চট্টগ্রাম বিভাগের, ৭ জন রাজশাহী বিভাগের, ৫ জন খুলনা বিভাগের, ৬ জন সিলেট বিভাগের এবং ১ জন রংপুর বিভাগের। তবে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের কারো করোনা শনাক্ত হয়নি।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৪ হাজার ৫৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৪৬টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ৩৭২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৭৮ হাজার ৬৭৮ জন।

Comments

The Daily Star  | English

Those speaking against Tarique Rahman are enemies of democracy: Fakhrul

"Those who are doing this are carrying out activities to destroy Bangladesh"

1h ago