আইএমএফ ঋণের প্রথম কিস্তি ফেব্রুয়ারিতে আসতে পারে

আইএমএফের ঋণ
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ছবি: রয়টার্স ফাইল ফটো

সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আন্তোয়েনেট মনসিও সায়েহের নেতৃত্বে প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ ও তাদের কাছ থেকে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণের অনুরোধ নিয়ে আলোচনা করেছে।

গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক সাংবাদিকদের জানান, বাংলাদেশ ব্যাংকের সদরদপ্তরে গভর্নর আবদুর রউফ, ডেপুটি গভর্নর ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইএমএফের ৪ সদস্যের প্রতিনিধি দল দেখা করে।

তিনি বলেন, বৈঠকে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপসহ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ও সরকারের কর্মসূচিগুলো নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, আইএমএফ প্রতিনিধিদল করোনা মহামারি মোকাবিলায় সরকারের উদ্যোগের প্রশংসা করেছে।

'জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্যোগসহ অন্যান্য অর্থনৈতিক চ্যালেঞ্জও আলোচনায় তুলে ধরা হয়েছে,' যোগ করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।

তিনি আরও জানান, বৈঠকে ঋণ ও আর্থিক খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়নি।

মেজবাউল বলেন, আইএমএফ থেকে ঋণ পেতে সমস্যা হবে না। আইএমএফের ৩১ জানুয়ারির বোর্ড সভায় ঋণ অনুমোদনের সম্ভাবনা আছে।

বাংলাদেশ ক্রমহ্রাসমান রিজার্ভ মোকাবিলা ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আইএমএফের কাছে ঋণের অনুরোধ করেছে।

আইএমএফ এর প্রাথমিক অনুমোদন দিয়েছে।

আলোচনায় অংশ নেওয়া বাংলাদেশের কর্মকর্তাদের মতে, আইএমএফ বোর্ড চলতি মাসের শেষের দিকে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বলে আশা করা হচ্ছে।

ঋণের প্রথম কিস্তি আগামী ফেব্রুয়ারির শুরুতে পাওয়া যাবে বলে কেন্দ্রীয় ব্যাংকের সূত্র জানিয়েছে।

ঢাকার ঋণের অনুরোধের বিষয়ে আরও আলোচনা করতে গত শনিবার আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসে।

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented in presence of all stakeholders involved in the mass uprising at 5:00pm

2h ago