মধ্যরাতের পর উপকূল অতিক্রম করতে পারে সিত্রাং

সিত্রাং-এর প্রভাবে উপকূল এলাকায় প্রবাল বাতাস ও ভারী বৃষ্টি হচ্ছে। ছবিটি কয়রার মদিনাবাগ কপোতাক্ষ নদীর পাশ থেকে তোলা। ছবি: হাবিবুর রহমান

ঘূর্ণিঝড় সিত্রাং চট্টগ্রাম ও বরিশালের দিকে এগিয়ে যাচ্ছে। আজ মধ্যরাতের পর ঘূর্ণিঝড়টির কেন্দ্র উপকূল অতিক্রম করতে পারে।

আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'ইতোমধ্যে উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে। সকাল থেকে দমকা বাতাস ও ভারী বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম ও বরিশালের মাঝে ভোলার কাছাকাছি কোনো এলাকা দিয়ে উপকূলে আঘাত করবে।'

'মধ্যরাতের পর ঘূর্ণিঝড়টির কেন্দ্র উপকূল অতিক্রম করতে পারে,' বলেন তিনি। 

Comments

The Daily Star  | English
Motorcycle sales in the last 6 years

Motorcycle sales hit five-year low

Interestingly, the premium motorcycle segment bucked the trend, showing significant growth in 2024.

12h ago