আমরা সবাই দাগ মুছে ফেলতে চাই: মোশাররফ করিম

মোশাররফ করিম
মোশাররফ করিম। ছবি: স্টার

প্রথমবারের মতো চরকি অরিজিনালসে দেখা যাবে মোশাররফ করিমকে। সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় 'দাগ' ওয়েব সিনেমায় দেখা মিলবে তার।

মোশাররফ করিম ছাড়াও এতে অভিনয় করেছেন আয়েশা খান, নিশাত প্রিয়ম, সোমু চৌধুরী, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, এ কে আজাদ সেতু, মিলি বাশার, মাসুম বাশার, সাবেরী আলম প্রমুখ।

মোশাররফ করিম বলেন, 'দাগ আমরা কেউ রাখতে চাই না। আমরা সবাই দাগ মুছে ফেলতে চাই। আমরা হয়তো অনেক দূর এগিয়েছি, অনেক ধরনের দাগ মুছে ফেলছি। কিন্তু এখনো এমন কিছু দাগ আছে যেগুলো আমরা মুছে ফেলতে পারতাম কিন্তু মুছিনি। সেই মুছতে না পারা দাগগুলোর গল্পই হলো দাগ।'

তিনি আরও বলেন, 'গল্পটা দর্শক খুব ভিন্নভাবে দেখতে পাবে। সেই সঙ্গে আমাকেও ভিন্ন এক চরিত্রে আবিষ্কার করবে। এমন একটা গল্পের সঙ্গে থাকার জন্য। সেই সাথে ধন্যবাদ এই কাজের সঙ্গে জড়িত সকলকে।'

Comments