চরকিতে মোশাররফ করিম

‘বোয়াল মাছের ঝোলে’ মোশাররফ করিম। ছবি: সংগৃহীত

মোশাররফ করিম প্রথমবার অভিনয় করেছেন ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি অ্যান্থলজি সিরিজে। 'আধুনিক বাংলা হোটেল' সিরিজে দেখা যাবে তাকে।

হ্যালোইন উপলক্ষে আগামী ৩০ অক্টোবর রাত ১২টায় মুক্তি পাবে সিরিজটি। এর প্রথম পর্ব 'বোয়াল মাছের ঝোল'।

সিরিজের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজী আসাদ। শরীফুল হাসানের ছোটগল্প থেকে সিরিজটির চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই।

কাজী আসাদ বলেন, 'এই সিরিজে দর্শক নানা ঘরানার মিশেল পাবেন। গল্পে সাইকোলজিক্যাল হরর, ফ্যান্টাসি, থ্রিলার ও মিথলজির মিশ্রণ রয়েছে। তিনটি গল্প তিনভাবে দেখতে পাবেন দর্শকরা।'

মোশাররফ করিম বলেন, 'সিরিজে আমার চরিত্রগুলোতে দেখা-অদেখার মিশ্রণ রয়েছে। চরিত্রগুলোর কিছু বৈশিষ্ট্য আমাদের আশেপাশের মানুষের মধ্যে পাওয়া যায়। আবার কিছু বৈশিষ্ট্য অদেখা। এসব ক্ষেত্রে আমি আমার নিজের অনুভূতি-চিন্তা কাজে লাগিয়েছি। আর কিছু অবজারভেশন তো থাকেই।'

সিরিজটির বিভিন্ন পর্বে অভিনয় করেছেন গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শিল্পী সরকার অপু, একে আজাদ সেতু, নিদ্রা নেহাসহ অনেকে।

Comments

The Daily Star  | English

Private sector sidelined in tariff talks

At a Star roundtable, industry leaders, trade experts slam govt’s handling of negotiations with US

9h ago