নতুন বছরের শুরুতে ওটিটি জুড়ে থাকছেন যে তারকারা
গত কয়েক বছরে ওটিটি প্ল্যাটফর্ম নতুন একটি সম্ভাবনা নিয়ে এসেছে। নতুন দুয়ার খুলেছে বিনোদন মাধ্যমের। ওটিটি মাধ্যমে নতুন অনেক তারকা, লেখক, পরিচালকের পরিচিতি তৈরি হয়েছে।
পাশাপাশি অনেক তারকাশিল্পী কাজ করছেন। নতুন বছরের শুরুতে যেসব তারকাশিল্পীর কাজ আসছে ওটিটি মাধ্যমে তাদের নিয়ে এই আয়োজন।
পূজা চেরি
আগামীকাল ২ জানুয়ারি বঙ্গ থেকে আসছে পূজা চেরি অভিনীত ও রায়হান রাফী পরিচালিত ওয়েব সিরিজ 'ব্ল্যাক মানি'। ইতোমধ্যে সিরিজের ট্রেইলার, আইটেম গান শ্রোতাদের মধ্যে আলোড়ন তুলেছে। সিরিজের গল্পে দেখা যাবে, হাজার কোটি টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য খুন হতে থাকেন শহরের প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ী। এত কিছুর পরও কি আদৌ কারও হাতে আসে সেই টাকা? সিরিজে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুবেল, পূজা চেরী, সালাহউদ্দিন লাভলু,সুমন আনোয়ার পাভেলসহ অনেকেই।
অপূর্ব ও ফারিণ
ভালোবাসা দিবসে মক্তি পাবে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ অভিনীত ওয়েব ফিল্ম 'হাউ সুইট'। নির্মাতা কাজল আরেফিন অমির নির্মাণে এটি প্রযোজনা করেছে বঙ্গ। দ্বিতীয়বারের মতো তারা ওয়েব ফিল্মে জুটি হচ্ছেন। এর আগে ২০২১ সালে ওয়েব ফিল্ম 'ট্রল'এ একসঙ্গে অভিনয় করেছিলেন তারা।
প্রীতম হাসান-তানজিন তিশা
সংগীতশিল্পী প্রীতম হাসান অভিনীত নতুন 'চরকি অরিজিনাল ফিল্ম 'ঘুমপরী'। আসছে ভালোবাসা দিবসে অন্য রকম এক পরিণতির গল্পে নির্মিত হচ্ছে এটি। নির্মাতা জাহিদ প্রীতম নির্মিত এই ফিল্মে আছেন তানজিন তিশা, পারশা মাহজাবীন।
মোশাররফ করিম
মোশাররফ করিম অভিনীত অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ওয়েব সিরিজ 'বোহেমিয়ান ঘোড়া'। আগামী কয়েক মাসের মধ্যে হইচই থেকে মুক্তির পাওয়ার সম্ভাবনা রয়েছে এই ওয়েব সিরিজটি।
নওশাবা
অভিনেত্রী নওশাবা অভিনীত চরকি অরিজিনাল '২ষ' এর নতুন পর্ব 'অন্তরা' আজ ১ জানুয়ারি রাত ১২টায় চরকি প্ল্যাটফর্মে প্রকাশ পেতে যাচ্ছে। আরো আছেন আফজাল হোসেন। অতিপ্রাকৃতিক বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে 'অন্তরা'–এর গল্প। নুহাশ হুমায়ূন নির্মিত '২ষ' সিরিজের তৃতীয় পর্ব এটি।
Comments