রামেকে এবার ৭২ ঘণ্টার ধর্মঘটে ইন্টার্ন চিকিৎসকেরা
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে আবারও কর্মবিরতি ঘোষণা করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
আজ শনিবার দুপুরে রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের আহ্বায়ক ইমরান হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, আজ থেকে ৭২ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুরের প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছিল।
গত বুধবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় তলা থেকে পড়ে মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কে জি এম শাহরিয়ার মারা যান। এ ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অভিযোগ আছে এ সময় কিছু ইন্টার্ন চিকিৎসক ও হাসপাতালের কর্মী বিক্ষোভরত শিক্ষার্থীদের মারধর করেন। এতে আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা হাসপাতালের সরঞ্জাম ও ফুলের টব ভাঙচুর করেন। রাত ২টা পর্যন্ত তাদের বিক্ষোভ চলে।
পরদিন কাজে যোগ দেননি ইন্টার্ন চিকিৎসকেরা। তবে বিকেলে ধর্মঘট প্রত্যাহার করে নেন তারা। তবে একদিন পর আজ থেকে আবার ধর্মঘটের ডাক দিলেন ইন্টার্ন চিকিৎসকেরা।
Comments