রাবি শিক্ষার্থীদের ওপর রামেক কর্মচারীদের হামলার অভিযোগ, আহত ৬
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে রামেক কর্মচারীদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ৬ শিক্ষার্থী আহত হয়েছেন।
আহত শিক্ষার্থীদের মধ্যে আছেন হারাধন নাথ আকাশ, সামির, আহাদ ও নাজমুল। তারা সবাই মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
ঘটনাস্থলে থাকা একই বর্ষের সাজ্জাদ হোসেন অর্ণব নামে এক শিক্ষার্থী এ তথ্য নিশ্চিত করেছেন। আহতরা পাশের একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।
রাবি ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক তারেক নূর শিক্ষার্থীদের সঙ্গে রামেকের কর্মচারীদের সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শিক্ষার্থীরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রামেকের বেশকিছু স্থানে ভাঙচুর চালান।
রাজশাহী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, 'আমরা উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। এরপর যারা দোষী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা ২ পক্ষকেই শান্ত থাকার জন্য বলছি।'
আজ রাত ৮টার দিকে রাবির শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় তলা থেকে পড়ে গুরুতর আহত হন মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার। তাকে রামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় রাত ৯টা থেকে রামেকে বিক্ষোভ করছেন রাবি শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, শাহরিয়ারকে হাসপাতালে নেওয়া হলে সময়মত ডাক্তার আসেননি। এ বিষয়ে অভিযোগ করা হলেও কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেয়নি। তাদের চিকিৎসায় গাফিলতি ছিল।
Comments