চট্টগ্রামে পাচারকালে কাঠবোঝাই ট্রাক জব্দ
চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন এলাকা থেকে পাচারকালে গামার কাঠবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে।
গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে চট্টগ্রাম উত্তর বনবিভাগের একটি টহল দল ট্রাকটি জব্দ করে। তবে পালিয়ে যান ট্রাকটির চালক ও তার সহকারী।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের শহর রেঞ্জের সহযোগী রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হাসান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। কিন্তু, সন্দেহ হওয়ায় তা তল্লাশি করেন বন বিভাগের টহলদলের সদস্যরা। এসয়ময় গামার কাঠবোঝাই ট্রাকটি জব্দ করা হয়। জব্দ ট্রাকসহ গামার কাঠগুলো ফৌজদারহাট চেক স্টেশনে রাখা রয়েছে। এ বিষয়ে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।'
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, 'অবৈধ কাঠ পাচারকারীদের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। সব চেক স্টেশনের স্টেশন কর্মকর্তাকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।'
Comments