সময় টিভির ইউটিউব চ্যানেল হ্যাকড, পুনরুদ্ধারের দাবি

সময় টিভির ইউটিউব চ্যানেল। ছবি: সংগৃহীত

হ্যাকড হওয়ার কিছুক্ষণের মধ্যেই বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি তার ইউটিউব চ্যানেলের নিয়ন্ত্রণ হ্যাকারদের থেকে পুনরুদ্ধার করেছে।

সময় টিভির সম্প্রচার ও তথ্যপ্রযুক্তি প্রধান সালাউদ্দিন সেলিম ইউএনবিকে জানিয়েছেন, রোববার দুপুর সাড়ে ১২টায় তাদের ইউটিউব চ্যানেলটি হ্যাকারদের আক্রমণের শিকার হয়।

তিনি বলেন, বিষয়টি তাদের নজরে আসার ১০ মিনিটের মধ্যে তারা তাদের ইউটিউব চ্যানেলটিকে হ্যাকারদের হাত থেকে পুনরুদ্ধার করেছে।

সেলিম বলেন, 'সময় টিভির ইউটিউব চ্যানেল বিপদমুক্ত, তবে হ্যাকারদের দেওয়া নাম ইথেরিয়াম ২.০ রয়ে গেছে। কারণ ইউটিউব সাপোর্ট টিম থেকে বিস্তারিত তদন্তের জন্য চ্যানেলের কোনো প্রকার পরিবর্তন না করার নির্দেশ দিয়েছে।'

তিনি আরও বলেন, 'একইসঙ্গে সময় টিভির নিউজ পোর্টালেও হ্যাকাররা হামলা চালিয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে তা হ্যাকারদের নিয়ন্ত্রণমুক্ত করা হয়।'

Comments