জ্বালানি তেলের দাম কমানোর সুযোগ নেই: নসরুল হামিদ

নসরুল হামিদ
নসরুল হামিদ। ফাইল ছবি

আপাতত জ্বালানি তেলের দাম কমানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ শুক্রবার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, 'বিশ্ব পরিস্থিতির কারণে স্থানীয় বাজারে জ্বালানি তেলের দাম কমার সুযোগ নেই।'

'জ্বালানি পরিস্থিতি নিয়ে আপাতত আশাবাদী হওয়ার সুযোগ কম,' যোগ করেন তিনি।

তবে, দেশে লোডশেডিং আগের চেয়ে কমেছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং লোডশেডিংয়ের কারণে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে উল্লেখ করে গত বুধবার ডিজেলের দাম কমানোর অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিল বিজিএমইএ।

এর আগে গত ৫ আগস্ট জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। ওই ঘোষণা অনুযায়ী ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়। 

২৪ দিন পর ২৯ আগস্ট সব ধরনের তেলের দাম লিটারে ৫ টাকা কমানোর ঘোষণা দেয় সরকার।

 

Comments

The Daily Star  | English
Bangladesh inflation rate update

Inflation declines to 8.48%, lowest in 27 months    

The easing was driven by declines in both food and non-food inflation

11m ago