আ. লীগ যতবার ক্ষমতায় এসেছে ভোটের মাধ্যমেই এসেছে: প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর শেষে আজ বৃহস্পতিবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: টেলিভিশন থেকে নেওয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কখনো কোনো মিলিটারি ডিকটেটরের পকেট থেকে বের হয়নি বা জরুরি অবস্থা জারি করে কারও ক্ষমতা দখল করে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ভোটের মাধ্যমেই এসেছে।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর শেষে আজ বৃহস্পতিবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলেছেন।

নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে চায়ের নিমন্ত্রণ দেবেন কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'করোনাভাইরাসের সময় একটু নিমন্ত্রণ-আমন্ত্রণ কমই হচ্ছে। প্রায়ই করোনা দেখা দিচ্ছে। এর মধ্যে আমার অফিসে সাংবাদিকদের আসতেই দেওয়া হচ্ছিল না। আমি অনেকটা জোর করেই বলেছি আর কতদিন এত দূরে থাকা যায়। কাজেই করোনার কারণে এবার একটু চিন্তা করতেই হবে। অনেকে আসবে না, আসতেও পারবে না।'

তিনি বলেন, 'নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়া দলগুলোর নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। কে নির্বাচনে অংশগ্রহণ করবে কে করবে না সেখানে আমরা কিছু চাপিয়ে দিতে পারি না। রাজনীতি করতে হলে দলগুলো নিজে সিদ্ধান্ত নেবে। আমরা অবশ্যই চাই সব দল নির্বাচনে অংশগ্রহক করুক।'

গত জাতীয় সংসদ নির্বাচনের আগে সংলাপের অভিজ্ঞতার ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, 'গতবার সবার সঙ্গে বৈঠক করলাম, আলোচনা করলাম। তারা নির্বাচনে এসে দেখা গেল ৩০০ সিটে নমিনেশন দিয়ে যখন হেরে গেল তখন সব দোষ হলো আমাদের। জনগণের কাজ করে, জনগণের মন জয় করে, ভোট নিয়েই কিন্তু আওয়ামী লীগ বার বার ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ কখনো কোনো মিলিটারি ডিকটেটরের পকেট থেকে বের হয়নি বা জরুরি অবস্থা জারি করে কারও ক্ষমতা দখল করেও কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ভোটের মাধ্যমেই এসেছে।'

'এদেশে নির্বাচনে যতটুকু উন্নতি, যতটুকু সংস্কার সেটা আওয়ামী লীগ মহাজোট করে সবাইকে নিয়ে করেছি। এরপরে যদি কেউ না আসে সেখানে আমাদের কী করণীয়? হারার ভয়ে আসবে না বা লোকমা তুলে খাইয়ে দিতে হবে—সেটা তো হয় না। যাদের ওই অভ্যাস তারা জনগণের কাছে ভোট চাইতে যেতে ভয় পায়। অগ্নিসন্ত্রাস করে যারা মানুষ হত্যা করেছে তাদেরকে কি মানুষ ভোট দেবে? কখনো দিতে পারে না। সেই পোড়া ঘা তো এখনো সবার শুকায়নি। আমরা চাই সব দল আসুক, নির্বাচন করুক।'

Comments

The Daily Star  | English

Bangladesh smash 7 past Turkmenistan

Bangladesh team had reserved their celebration of clinching Asian Cup berth till the last match of the campaign. On Saturday, against Turkmenistan, they celebrated the epic achievement with a resounding 7-0 victory, ending the Asian Cup Qualifiers campaign with an all-win record at the Thuwunna Stadium in Yangon.

3h ago