মুখোমুখি মাহিয়া মাহি-পূজা চেরি

মাহিয়া মাহি ও পূজা চেরি। ছবি: স্টার

সিনেমা হলে আগামীকাল শুক্রবার মুখোমুখি হচ্ছেন দেশের ২ শীর্ষ চিত্রনায়িকা মাহিয়া মাহি ও পূজা চেরি। তাদের অভিনীত সিনেমা মুক্তি পাচ্ছে একই দিনে।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 'যাও পাখি বলো তারে' সিনেমায় অভিনয় করেছেন মাহিয়া মাহি, আদর আজাদ, শিপন মিত্র প্রমুখ। সিনেমাটি দেশের ২১ টি হলে মুক্তি পাচ্ছে।

অপরদিকে ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত 'হৃদিতা' সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরি, এ বি এম সুমন প্রমুখ। দেশের ২১টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

মাহিয়া মাহি। ছবি: তুহিন হোসেন/স্টার

মাহিয়া মাহি দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখনকার বেশিরভাগ সিনেমা নিয়ে বাড়তি কথা হয়। তবে কিছু কাজ, কিছু সিনেমা থাকে যেটা নিয়ে অনেক কিছু বলতে ইচ্ছে করে। সিনেমার কিছু দৃশ্য দেখে আমি কেঁদেছি, দর্শকও কাঁদবেন। সিনেমার একটি সংলাপ আছে, "১২ বছর তোমার চোখের পানি দেখে কাটাইতে চাই না, একটুখানি হাসো।" এমন সংলাপ যখন কেউ  সামনে দাঁড়িয়ে বলে, চোখের পানি কি আটকে রাখা যায়?'

তিনি আরও বলেন, 'ভালোবাসা কেমন, তা এই সিনেমাটি দেখলে বোঝা যাবে। এখানে অভিনয় করে তৃপ্তি পেয়েছি। অনেকদিন পর দর্শক আমার একটি ভালো সিনেমা উপভোগ করবেন।'

পূজা চেরি। ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার

'হৃদিতা' সিনেমা নিয়ে পূজা চেরি দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিনেমাটি সাহিত্যিক আনিসুল হকের উপন্যাস হৃদিতা অবলম্বনে নির্মিত হয়েছে। সিনেমার গল্প খুবই হৃদয় ছোঁয়া। প্রথমবারের মতো কোনো সাহিত্য-নির্ভর সিনেমায় কাজ করেছি।'

তিনি আরও বলেন, 'ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত সিনেমাটি এক নিঃশ্বাসে দেখার মতো। যারা নিরিবিলি পরিবেশে বসে সিনেমা দেখতে চান, এটা তাদের জন্যই। যারা নাচ-গানের সিনেমা দেখতে পছন্দ করেন, তাদের জন্য এই সিনেমা না। ডাবিং সময় সিনেমাটি খুব ভালো লেগেছে। সবমিলিয়ে দর্শকের কাছেও ভালো লাগবে বলে আশা করি।'

Comments

The Daily Star  | English

Palak admits shutting down internet deliberately on Hasina's order

His testimony was recorded by the International Crime Tribunal's investigation agency following a questioning session held yesterday

31m ago