সাফজয়ী ফুটবলার মাসুরাকে সাতক্ষীরা জেলা প্রশাসনের সংবর্ধনা

মাসুরা ও তার বাবাকে ফুল, ক্রেস্ট ও উপহার দিয়ে বরণ করা হচ্ছে জেলা প্রশাসনের সংবর্ধনা অনুষ্ঠানে। ছবি: সংগৃহীত

দেশে প্রথমবারের মতো সাফ ফুটবলের শিরোপা এনে দেওয়া নারী ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা পারভিনকে সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

রোববার সকালে সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এ দুটি পৃথক সংবর্ধনার আয়োজন করেন।

জেলা প্রশাসনের সংবর্ধনা অনুষ্ঠানে মাসুরা ও তার বাবা রজব আলীকে ফুল, ক্রেস্ট ও উপহার দিয়ে বরণ করা হয়। মাসুরাকে ১ লাখ টাকা দেওয়া হয়।

অনুষ্ঠানে মাসুরা পারভিন বলেন, 'রক্ষণশীল এ সমাজ ব্যবস্থায় বিশেষ করে সাতক্ষীরার মতো শহরে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে আমাকে এ জায়গায় আসতে হয়েছে। ২০১০ সালেও ফুটবল খেলা নিয়ে আমাকে ও আমার বাবা-মাকে কথা শুনতে হয়েছে। আশা করছি সাফজয়ের পর সে অবস্থার অবসান হবে। অভিভাবকরা মেয়েদের ফুটবল খেলতে উৎসাহিত করবে।'

মেয়েদের ফুটবল অনুশীলনের জন্য আলাদা মাঠের প্রয়োজন উল্লেখ করে মাসুরা বলেন, 'নিরাপত্তা ও পরিবেশ নিশ্চিত করতে পারলে অভিভাবকরা তাদের মেয়েদের খেলায় পাঠাতে চিন্তা করবেন না।'

এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ।

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna, 2 more die later

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

3h ago