ঘূর্ণিঝড় রিমাল: এখনো নিখোঁজ শ্যামনগরের তিন জেলে

নিখোঁজ সাইফুল, হায়দার ও লিপন। ছবি: সংগৃহীত

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড় রিমালের কবলে পড়ে সাতক্ষীরার শ্যামনগরের তিন জেলে নিখোঁজ হন বলে খবর পাওয়া গেছে। 

আজ শুক্রবার সকাল পর্যন্ত খোঁজ না পেয়ে নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা বন বিভাগসহ বিভিন্ন দপ্তরে বিষয়টি জানিয়েছেন।

নিখোঁজ জেলেরা হলেন-শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর এলাকার মো. সাইফুল মোড়ল (৪২), মো. হায়দার আলী গাজী (৩০) ও লিপন মোড়ল (৩০)।

নিখোঁজ সাইফুলের ভাই আবু সালেহ মোড়ল দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ২৫ মে পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে আমার ভাই, হায়দার, মাকছুদুল, বাসার ও আয়ুব আলী দুটি নৌকা নিয়ে সুন্দরবনের নদীতে যান মাছ ধরতে। সেদিন তাদের সঙ্গে পরিবারের সদস্যদের ফোনে যোগাযোগ হয়। কিন্তু ২৬ মে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।'

পরে এক নৌকায় থাকা মাকছুদুল, বাসার ও আয়ুব আলী খোঁজ মিললেও, অন্য নৌকায় থাকা সাইফুল, হায়দার ও লিপনের খোঁজ মেলেনি বলে জানান আবু সালেহ। 

তিনি বলেন, 'গত ছয়দিনেও তাদের খোঁজ না পাওয়ায় আজ শুক্রবার সকালে সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশন কর্মকর্তা, সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা, বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ও খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষককে বিষয়টি জানানো হয়েছে।'

নিখোঁজ হায়দারের ভাই আজগর আলী গাজী ডেইলি স্টারকে জানান, তার ভাই নিখোঁজের বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়েছে। পাশাপাশি যে এলাকা থেকে তার ভাই নিখোঁজ হয়েছেন আজ শুক্রবার সকালে ওই এলাকায় রওনা হয়েছেন তার বড়ভাই আকবর আলী গাজী। 

নিখোঁজ জেলেদের সঙ্গে মাছ ধরতে যাওয়া মাকছুদুল মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ডেইলি স্টারকে বলেন, 'আমি, বাসার ও আয়ুব আলী এক নৌকায় ছিলাম। অপর নৌকায় ছিল আমার ভাই সাইফুল, হায়দার ও রিপন। ২৬ মে দুপুরের দিকে ঝড় শুরু হলে আমরা নিরাপদ আশ্রয়ের জন্য একদিকে যাই। অন্যরা যায় আরেকদিকে। মোবাইল নেটওয়ার্ক না থাকায় তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড় শেষে ওই তিনজনের খোঁজ করি। কিন্তু খুঁজে না পেয়ে গতকাল বৃহস্পতিবার বাড়ি খবর পাঠাই।'

যোগাযোগ করা হলে সাতক্ষীরার কোবাদক স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাটি লোকমুখে শুনেছি। নিখোঁজ জেলেদের পরিবারের পক্ষ থেকে আমাদের এখনো জানানো হয়নি।'

সাতক্ষীরা বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন, 'ঘটনা ঘটেছে সুন্দরবনের খুলনা রেঞ্জের কলাবগি স্টেশনের মধ্যে। বিষয়টি খুলনা রেঞ্জ কর্মকর্তা জানানো হয়েছে।' 

পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ জেড এম হাছানুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'সুন্দরবনের মাছ ধরতে যাওয়া তিন জেলে নিখোঁজের খবর শুনেছি। যে এলাকা থেকে তারা নিখোঁজ হয়েছেন বলে তাদের স্বজনরা বলছেন ওই এলাকা কলাবগি স্টেশনের আওতায়। কলাবাগি স্টেশনে খোঁজ নেওয়া হচ্ছে।'

 

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

6h ago