নিউমার্কেটে সংঘর্ষ: ৩ মামলার প্রতিবেদন জমা পিছিয়ে ৭ নভেম্বর
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা ৩ মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৭ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার নতুন তারিখ নির্ধারণ করে আদেশ। এদিন কুরিয়ারের ডেলিভারিম্যান নাহিদ হত্যা মামলা, পুলিশের ওপর হামলা এবং বিস্ফোরক দ্রব্য আইনের দায়ের করা মোট ৩টি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।
সংঘর্ষের পরে নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছিলেন। এ ছাড়া, পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে এবং পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করে।
গত ১৭ এপ্রিল দিবাগত রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ শুরু হয়। এরপর দফায় দফায় চলে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ।
Comments