ফুলপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

স্টার অনলাইন গ্রাফিক্স

ময়মনসিংহের ফুলপুরে গৃহবধূ ফারজানা (৩০)কে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার উপজেলার মারায়াকান্দি গ্রাম থেকে আকরাম হোসেনকে (৪০) আটক করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ৯ বছর আগে ফুলপুর উপজেলার মারাকান্দি গ্রামের হোসেন আলীর ছেলে আকরাম হোসেনের সঙ্গে একই উপজেলার সখল্যা গ্রামের ফরিদ উদ্দিনের মেয়ে ফারজানার বিয়ে হয়। তাদের সংসারে তিন ছেলে রয়েছে। গত বৃহস্পতিবার পারিবারিক বিষয় নিয়ে আকরাম ও ফারজানার মধ্যে ঝগড়ার একপর্যায়ে আকরাম তার স্ত্রী ফারজানাকে পেটায়। এতে ফারজানা অজ্ঞান হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আজ সকাল ১১টার দিকে ফারজানা মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জনা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

Comments

The Daily Star  | English

AL leaders' houses, businesses smashed

Demolition work on Dhanmondi-32 was on going till filing of this report at 1:30am

2h ago