রায়ে সন্তুষ্ট না, আমরা আপিল করব: সগিরা মোর্শেদের মেয়ে

সগিরা মোর্শেদের মেয়ে সামিয়া সারওয়াত চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া

৩৫ বছর পর সগিরা মোর্শেদ হত্যার দায়ে দুই জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলার তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

এই রায়ে অসন্তোষ জানিয়েছে সগিরা মোর্শেদের পরিবার।

আজ সোমবার দীর্ঘ দিন ধরে চলে আসা এই মামলার রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোহাম্মদ আলী হোসেন।

রায়ের পরপরই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সগিরা মোর্শেদের স্বামী আব্দুস সালাম চৌধুরী বলেন, সত্যি কথা বলতে কি একটু আক্ষেপ থাকল। এত পুরোনো একটা কেস আশা করেছিলাম আরও ভালো একটা রায় পাব। যাই হোক যা রায় আসছে আমি মোটামুটি সন্তুষ্ট, পুরোপুরি সন্তুষ্ট হতে পারি নাই। আমার আইনজীবীর সঙ্গে আলাপ করে দেখছি কী করা যেতে পারে।

এসময় সেখানে উপস্থিত ছিলেন সগিরা মোর্শেদের মেজ মেয়ে সামিয়া সারওয়াত চৌধুরী। ১৯৮৯ সালে ঘটনার সময় তার বয়স ছিল ছয় বছর।

এত বছর পর মায়ের হত্যা মামলার রায় নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, 'আমরা একেবারেই সন্তুষ্ট না। কারণ আসামিরাই তো ঘটনাটা চাপা দিয়ে রেখেছিল। ... তারপরও যদি এই রকম একটি স্বাভারিক রায় হয়, তাহলে তো বিচার ব্যবস্থার ওপর থেকে মানুষের আস্থা হারিয়ে যাবে। একেবারেই আমরা সন্তুষ্ট না। আমরা অবশ্যই আপিল করব।'

 

Comments

The Daily Star  | English
Bangladesh Govt Logo

All 64 DCs protest deputy secy promotion proposal

The Bangladesh Administrative Service Association (Basa) has also issued a statement protesting the proposal

19m ago