জমি নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় সাবেক পুলিশ কর্মকর্তা নিহত

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুন
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ময়মনসিংহে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় সাবেক এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। 

আজ শুক্রবার দুপুরে নগরীর বাদেকলপা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিন্টু মিয়া আর্মড পুলিশের অবসরপ্রাপ্ত এসআই ছিলেন। এ ঘটনায় তার ভাই ইব্রাহিম মিয়াও আহত হয়েছেন। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, এক খণ্ড জমি নিয়ে মিন্টু মিয়ার সঙ্গে প্রতিবেশী জাহাঙ্গীর আলমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে আজ দুপুরে বাকবিতণ্ডার একপর্যায়ে জাহাঙ্গীরের লোকজন ধারালে অস্ত্র নিয়ে মিন্টু মিয়া ও তার পরিবারের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। 

হামলায় মিন্টু মিয়া ও তার বড় ভাই ইব্রাহিম গুরুতর আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন বলেও জানান ওসি।

ওসি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। এখনো মামলা হয়নি। 

 

Comments