১০ হাজার থেকে ৪৭ হাজার টাকা পর্যন্ত ফেরত পাচ্ছেন সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা

ফাইল ফটো

এ বছর হজ পালনের বেঁচে যাওয়া অর্থ ফেরত পাচ্ছেন  সরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীরা। সৌদি আরবে বাড়ি ও হোটেল ভাড়ার জন্য ব্যয় না হওয়া অর্থ তাদের ফেরত দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৭০০ জনের বেশি হজযাত্রী এ টাকা ফেরত পাবেন। 

প্যাকেজ-১ এর প্রত্যেকে ৪৭ হাজার ৭২৬ টাকা এবং প্যাকেজ-২ এর প্রত্যেকে ১০ হাজার ২৯৩ টাকা করে ফেরত পাবেন। 

সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ২ সপ্তাহের মধ্যে টাকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

হজের ব্যয় না হওয়া ৯ কোটি ৪০ লাখ টাকা ধর্ম মন্ত্রণালয় থেকে হজ অফিসের পরিচালককে আজ পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় থেকে হজ পরিচালকের কাছে লেখা আরেক চিঠিতে ২০২২ সালের হজে সৌদি আরবে বাড়ি-হোটেল ভাড়ার ব্যয় না হওয়া অর্থ সরকারি ব্যবস্থাপনায় যাওয়া প্যাকেজ-১ এর হজযাত্রীদের ৪৭ হাজার ৭২৬ টাকা এবং প্যাকেজ-২ এর হজযাত্রীদের ১০ হাজার ২৯৩ টাকা করে ফেরত দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী। হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শেষ হয় গত ৮ আগস্ট।

এবার সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১ এ ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২ এ ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা খরচ হয়েছে। 

বেসরকারিভাবে এজেন্সিগুলোর 'সাধারণ' প্যাকেজর মাধ্যমে হজ পালনে খরচ ধরা হয়েছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna, 2 more die later

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

2h ago