দুর্গোৎসবে ধর্ম মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম শুরু

দুর্গাপূজা
এ বছর দেবীদুর্গার আগমন হয়েছে দোলায় বা পালকিতে এবং দেবী কৈলাসে ফিরবেন ঘোটকে বা ঘোড়ায় চড়ে। ছবি: রাজীব রায়হান/ স্টার

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় সার্বিক কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম চালু হয়েছে আজ বৃহস্পতিবার থেকে।

আগামী ১৪ অক্টোবর অর্থাৎ সোমবার পর্যন্ত এর কার্যক্রম চলবে।

এ সময়ের ভেতর আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ দুর্গোৎসব ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণ কক্ষের  ০১৭৬৬৮৪৩৮০৯- এই নম্বরে জানানো যাবে।

এছাড়া বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৪ তলায় ১৪২৪ নম্বর কক্ষেও সরাসরি তথ্য প্রদান করা যাবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিবকে এই নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।

সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, মহালয়ার দিন 'কন্যারূপে' ধরায় আসেন দশভূজা দেবী দুর্গা; বিসর্জনের মধ্য দিয়ে তাকে এক বছরের জন্য বিদায় জানানো হয়। তার এই 'আগমন ও প্রস্থানের' মাঝে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব।

এ বছর দেবীদুর্গার আগমন হয়েছে দোলায় বা পালকিতে এবং দেবী কৈলাসে ফিরবেন ঘোটকে বা ঘোড়ায়।

পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, দেশের ৩১ হাজার ৪৬১টি মন্দির ও মণ্ডপে এবার দুর্গা পূজা হচ্ছে। এর মধ্যে ২৫২টি মণ্ডপ ঢাকায়।

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

1h ago