অর্থনীতিবিদ ওয়াহিদুজ্জামান মাহমুদের ফেসবুক আইডি হ্যাক, জিডি

ওয়াহিদউদ্দিন মাহমুদ। স্টার ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ।

মঙ্গলবার ধানমণ্ডি মডেল থানায় জিডি করেন তিনি।

জিডির কপিতে তিনি অভিযোগ করেন, আনুমানিক গত ২৪ সেপ্টেম্বর তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়। সেদিন হোয়াটসঅ্যাপে ফেসবুকের লোগো সম্বলিত একটি নম্বর থেকে তার কাছে একটি ফোন আসে। তার কাছে অথেনটিফিকেশন কোড চাওয়া হয়।  এরপর থেকে তিনি নিজের অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না। 

৭-৮ বছর ধরে তিনি ওই ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করে আসছেন বলে জানান।

 

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

8h ago