জাকারবার্গ-প্রিসিলার ঘরে আসছে নতুন অতিথি

মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান। ছবি: সংগৃহীত

বাবা-মা হচ্ছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান। আগামী বছর তাদের ঘরে আসছে এক কন্যা সন্তান।

আজ বুধবার এক ফেসবুক পোস্টে জাকারবার্গ এ সুখবর জানান।

এই দম্পতির ম্যাক্স ও আগস্ট নামে ২ সন্তান রয়েছে। এটি তাদের তৃতীয় সন্তান।

স্ত্রীর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে জাকারবার্গ লিখেন, 'অনেক ভালোবাসা। আনন্দের সঙ্গে জানাচ্ছি, ম্যাক্স ও অগাস্ট আগামী বছর নতুন একটা ছোট বোন পাচ্ছে।'

এই সুখবরে কমেন্টে জাকারবার্গ দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।

Comments

The Daily Star  | English

Dhaka cannot engage with non-state actors: foreign adviser

Md Touhid Hossain also emphasised that peace and stability in the region would remain elusive without a resolution to the Rohingya crisis

18m ago