হোয়াটসঅ্যাপে অপরিচিত কল বন্ধ করার নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে অপরিচিত কল বন্ধ করার নতুন ফিচার
ছবি: সংগৃহীত

নিত্য নতুন সিকিউরিটি ফিচার থেকে শুরু করে গ্রাহকের জন্য প্রায়ই নতুন আপডেট নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ।

২০ জুন এক ফেসবুক স্ট্যাটাসে মেটা নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, এখন থেকে হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বরের কলগুলো সাইলেন্স করা যাবে। এতে করে আপনার কন্টাক্ট লিস্টের নম্বর ছাড়া অন্য কোনো নম্বর থেকে কল আসলে ফোনের রিংটোন বাজবে না।

এই ফিচারের ফলে বার বার কল করেও ব্যবহারকারীর সাড়া না পেলে অপরিচিত নম্বর থেকে আসা কলের সংখ্যা কমে যাবে। ফিচারটির নাম 'সাইলেন্স আননোন কলারস'।

যেভাবে চালু করবেন 'সাইলেন্স আননোন কলারস'

প্রথমে আপনার হোয়াটসঅ্যাপে আপ্লিকেশনটি ওপেন করুন

* সেটিংস নির্বাচন করুন

* প্রাইভেসি অপশন বাছাই করুন

* কলস অপশনে ক্লিক করুন

এরপর 'সাইলেন্স আননোন কলারস' নির্বাচন করুন এবং অপশনটি চালু করে নিন।

হোয়াটসঅ্যাপ অ্যাপটির সর্বাধিক ব্যবহারকারী দেশ ভারত এবং প্রায় ৫০০ মিলিয়নের অধিক মানুষ দেশটিতে অ্যাপটি ব্যবহার করেন। ২০২২ সালের শেষের দিকে ভারতে স্প্যাম কল বৃদ্ধি এবং কলের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগ আসতে থাকে। ভারতের পর সারা বিশ্বে এ ধরনের স্প্যাম কল বৃদ্ধি পায়।

 

Comments

The Daily Star  | English

Election delay anti-democratic, it goes against July-August spirit: Fakhrul

He said those who want to delay the election are certainly not pro-democratic or supporters of the July-August revolution

1h ago