কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

অটোরিকশা
কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানায় উদ্ধারকৃত অটোরিকশা। ছবি: সংগৃহীত

কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

আজ বৃহস্পতিবার কুমিল্লা সদর ও মুরাদনগর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা সদর দক্ষিণের বেলতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী ইকোনো পরিবহনের বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ২ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: সদর দক্ষিণ উপজেলার দুর্লভপুর গ্রামের আলফু মিয়ার ছেলে ইমান হোসেন (৩০) ও একই উপজেলার কিসমত গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে জয়নাল আবেদীন (৩৫)।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক মো. শরীফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বেপরোয়া গতির বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে এর ২ যাত্রী ঘটনাস্থলে নিহত হন।'

তিনি আরও বলেন, 'দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা ময়নামতি হাইওয়ে থানায় রাখা হয়েছে।'

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে থানা পুলিশ জানায়, অটোরিকশাটি রেল ওভারপাসের বেলতলী প্রান্তে উলটো পথে আসার সময় ঢাকাগামী ইকোনো বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়।

অটোরিকশার চালকসহ আহত ২ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে অ্যাম্বুলেন্স, নিহত ১

অ্যাম্বুলেন্স
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরাবাদ বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়া অ্যাম্বুলেন্স। ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ বাজারে আজ বৃহস্পতিবার ভোররাত ১টায় একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়লে সেখানে ২ নৈশপ্রহরীর একজন ঘটনাস্থলে নিহত হন। আহত হন আরও একজন।

নিহত মো. তরব আলী ও আহত মো, কামাল মিয়া গাংগাটিয়া গ্রামের বাসিন্দা।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার ডেইলি স্টারকে বলেন, 'ঘটনার পর অ্যাম্বুলেন্সচালক পালিয়ে যেতে সক্ষম হন।'

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

3h ago