কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

কুমিল্লা সদর দক্ষিণের বেলতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী ইকোনো পরিবহনের বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ২ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক মো. শরীফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বেপরোয়া গতির বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে এর ২ যাত্রী ঘটনাস্থলে নিহত হন।'

'নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি' উল্লেখ করে তিনি আরও বলেন, 'দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা ময়নামতি হাইওয়ে থানায় রাখা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

3h ago