হত্যা মামলায় কারাগারে থাকা নেতার জন্য আ. লীগের নেতা-কর্মীদের মানববন্ধন

নরসিংদীর হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বিএনপির সাবেক সহ-সভাপতি সুজিত সূত্রধর হত্যা মামলায় গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ খান পিন্টু ও তার ভাই মনিরুজ্জামান খানের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে দলের নেতা-কর্মীরা।
ছবি: স্টার

নরসিংদীর হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বিএনপির সাবেক সহ-সভাপতি সুজিত সূত্রধর হত্যা মামলায় গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ খান পিন্টু ও তার ভাই মনিরুজ্জামান খানের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে দলের নেতা-কর্মীরা।

আজ রোববার নরসিংদী প্রেসক্লাবের সামনে দুপুর ১২টার দিকে এ মানববন্ধন হয়। ইউনিয়ন পরিষদের সদস্য, আওয়ামী লীগের নেতা-কর্মী ও চেয়ারম্যানের স্বজনরা সেখানে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২২ জুন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারীর সঙ্গে তর্কবিতর্কের জেরে ধারালো অস্ত্রের আঘাতে খুন হয় সুজিত সূত্রধর। হত্যার ২ দিন পর নিহতের ছেলে সুজন সূত্রধর বাদী হয়ে করা এই মামলায় ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিতভাবে ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু ও তার ভাইসহ ১৬ জনকে আসামি করা হয়।

উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন শেষে গত সোমবার নরসিংদীর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু ও তার ভাইকে কারাগারে পাঠান।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা। 

এসময় বক্তব্য রাখেন ইউসুফ খান পিন্টুর বড় ভাই ফ্লোরিডা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব খান মন্টু, বীর মুক্তিযোদ্ধা আরমান মিয়া ও বিমল ভৌমিক, ইউনিয়ন পরিষদের সদস্য সুমন মিয়া, আলতাফ মোল্লা, আঙ্গুর মিয়া, মাহমুদা আক্তারসহ অন্যান্যরা।

Comments

The Daily Star  | English

Bangladeshi expatriates in Lebanon urged to stay safe amid escalating conflict

Bangladesh Embassy in Lebanon has requested Bangladeshi expatriates living in that country to stay safe amid an ongoing war situation there

1h ago