শহীদ মিনারে গাজী মাজহারুল আনোয়ারকে শ্রদ্ধা, গার্ড অব অনার

গাজী মাজহারুল আনোয়ার
কেন্দ্রীয় শহীদ মিনারে গাজী মাজহারুল আনোয়ারকে গার্ড অব অনার দেওয়া হয়। ছবি: স্টার

কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হলে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানান। পাশাপাশি, তাকে গার্ড অব অনার দেওয়ার।

আজ সোমবার সকাল ১১টায় গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়।

এরপর তাকে দুপুর সাড়ে ১২টায় বিএফডিসিতে নেওয়া হবে। সেখানে তার প্রথম জানাজা নামাজের পর চ্যানেল আই ভবনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর গুলশানের আজাদ মসজিদে তৃতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে মায়ের কবরে দাফন করা হবে।

গাজী মাজহারুল আনোয়ার
কেন্দ্রীয় শহীদ মিনারে গাজী মাজহারুল আনোয়ারের প্রতি শ্রদ্ধা। ছবি: স্টার

গতকাল রোববার গাজী মাজহারুল আনোয়ার ৭৯ বছর বয়সে মারা যান। তিনি গত ৬০ বছরে ২০ হাজারের বেশি গান লিখেছেন।

সংগীতে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে তিনি একুশে পদক লাভ করেন। তিনি ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

তার কালজয়ী গানের তালিকায় রয়েছে—'জয় বাংলা বাংলার জয়', 'আছেন আমার মোক্তার', 'এক তারা তুই দেশের কথা', 'গানের কথায় স্বরলিপি লিখে', 'শুধু গান গেয়ে পরিচয়', 'এই মন তোমাকে দিলাম', ইত্যাদি।

গাজী মাজহারুল আনোয়ার কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৬৪ সালে রেডিও পাকিস্তানে গান লেখার মধ্য দিয়ে তিনি পেশাগত জীবন শুরু করেন।

Comments

The Daily Star  | English

Titumir college students block Gulshan-1 intersection

Students of Government Titumir College blocked Gulshan-1 intersection this evening as they resumed their protest in the capital's Mohakhali for the third consecutive day

1h ago