‘শুধু গান গেয়ে পরিচয়’এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি: সাবিনা ইয়াসমিন

কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের সঙ্গে বাংলাদেশের খ্যাতিমান কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। ছবি: সংগৃহীত

কিংবদন্তী গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে শোকাহত দেশের সংগীতাঙ্গন। 

স্মৃতিচারণ করে বাংলাদেশের খ্যাতিমান কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'তার সঙ্গে স্মৃতির কথা বলে শেষ করা যাবে না। দীর্ঘ ৫০ বছরের স্মৃতি আমাদের। তার লেখা প্রথম গান কোন বছর গেয়েছিলাম তা এখন  মনে নেই। তবে ১৯৬৭ সালে 'অবুঝ মন' সিনেমার 'শুধু গান গেয়ে পরিচয়' গানটি গেয়েছিলাম। আলতাফ মাহমুদের সুরে এই গান গেয়ে আর পেছন ফিরে তাকাতে হয়নি আমাকে।' 

'এর আগে তার লেখা কয়েকটা সিনেমায় গেয়েছি। এক বছর আগেও গাজী ভাইয়ের লেখা একটি গান করেছিলাম। তার মতো গীতিকার বাংলাদেশে কোনোদিন জন্মাবেন কিনা জানা নেই। এটা আমাদের গানের অপূরণীয় ক্ষতি হলো,' বলেন তিনি। 

স্মৃতিচারণ করে সাবিনা ইয়াসমিন আরও বলেন, 'গাজী ভাই ২০ হাজারের মতো গান লিখেছেন তারমধ্যে কয়েক হাজার আমিই গেয়েছি। আমার গাওয়া বেশিরভাগ গান তার লেখা সবচেয়ে বেশি গান আমি গেয়েছি। গাজী ভাই কিছুদিন আগে 'অল্প কথার গল্প গান' বইটিতে আমাদের কথা বলেছেন। আলম খান ভাইয়ের স্মরণসভায় আমাদের দেখা হয়েছিল। সেদিন অনেক কথা হলো অনেক গল্প মনে হলো। গাজী ভাইয়ের একটি সিনেমায় অভিনয় করতেও  হয়েছে সেটাও মনে পরছে। আমাকে কীভাবে একরকম জোর করেই অভিনয় করালেন সবকথা সেটাও মনে পড়ছে।'

 

 

 

 

Comments

The Daily Star  | English
zubuyer

Bangladeshi photographer captures stunning nebulae with self-made telescope

Astrophotographer Zubuyer Kaolin captures a stunning Orion Nebula image with a self-built telescope

1h ago