শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে শহীদ মিনারে ছাত্রদল

‘আজ আওয়ামী লীগের যেকোনো বিশৃঙ্খলা ঠেকিয়ে দিতে আমরা শহীদ মিনারে অবস্থান করছি। ছাত্র-জনতার অর্জন কেউ যাতে ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেজন্য ছাত্রদল মাঠে অবস্থান ধরে রাখবে’
কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের সমাবেশ। ছবি: রাশেদ সুমন/স্টার

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ মিনার এলাকায় জড়ো হয়। পরে তারা শহীদ মিনারের বেদীতে অবস্থান নেয়। 

দুপুর সোয়া ১২টার দিকে এই প্রতিবেদন লেখার সময় ছাত্রদল নেতাদের বক্তব্য দিতে দেখা গেছে।

সেখানে উপস্থিত ছাত্রদল নেতা মানসুরা আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে।'

'আজ আওয়ামী লীগের যেকোনো বিশৃঙ্খলা ঠেকিয়ে দিতে আমরা শহীদ মিনারে অবস্থান করছি। ছাত্র-জনতার অর্জন কেউ যাতে ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেজন্য ছাত্রদল মাঠে অবস্থান ধরে রাখবে', যোগ করেন তিনি।

Comments