অবৈধ অনুপ্রবেশ: ফুলগাজীতে দালালসহ গ্রেপ্তার ২
ফেনীর ফুলগাজীতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ ও সীমান্ত পারাপারে সহায়তাকারী এক দালালসহ ২ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
গতকাল শুক্রবার দুপুরে ফুলগাজীর তারাকুচা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— অবৈধভাবে সীমান্তে মানব পাচারকারী চক্রের সদস্য ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের রিষ্টমুখ গ্রামের ছেরাজুল হকের ছেলে মো. আব্দুল ওহাব (৩৫) এবং অনুপ্রবেশকারী চট্টগ্রামের সন্দীপের কুচিয়ামারী গ্রামের সুরেন্দ্র মজুমদারের ছেলে দিপক মজুমদার (৫৫)।
এ ঘটনায় ফুলগাজী থানায় মামলা করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিজিবি জানায়, গ্রেপ্তারের সময় দিপক মজুমদারের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও ১টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবিকে দিপক জানিয়েছেন, গত ১৪ এপ্রিল তিনি বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের নদীয়ায় গিয়েছিলেন। ত্রিপুরা হয়ে দেশে ফিরতে তিনি আবদুল ওহাবের সহায়তা নেন।
দিপক মজুমদারের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং আবদুল ওহাবের বিরুদ্ধে বিজিবি সদস্যদের হুমকি প্রদানের অভিযোগ আনা হয়েছে।
বিজিবি জানিয়েছেন, মো. আব্দুল ওহাবের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
Comments