সাভারে সাবেক যুবদল নেতার বাড়ি থেকে আটক ২৯, ককটেল উদ্ধার

সাভার
সাভার পৌরসভার ছায়াবীথি এলাকায় সাবেক যুবদল নেতা খোরশেদ আলমের বাড়ি থেকে পুলিশ ১০ জনকে আটক করে। ছবি: সংগৃহীত

সাভারের সাবেক যুবদল নেতা খোরশেদ আলমের বাড়ি থেকে ২৯ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে কয়েকটি ককটেল ও লাঠি জব্দ করা হয়।

আজ বুধবার দুপুরে সাবেক পৌর কাউন্সিলর ও ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক খোরশেদ আলমের সাভার পৌরসভার ছায়াবীথি এলাকার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খোরশেদ আলমের ভাই মোশারফ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের বাড়িতে পারিবারিক একটি মিলাদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে ৬০০-৭০০ অতিথি উপস্থিত ছিলেন। দুপুর ২টার দিকে ৬-৭টি গাড়িতে পুলিশ এসে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ওপর হামলা করে। এ সময় ছাত্রলীগ কর্মীরাও বাড়িতে হামলা করে।'

তিনি বলেন, 'হামলায় অন্তত ২০ জন অতিথি আহত হন। পুলিশ অনুষ্ঠান থেকে বেশ কয়েকজনকে তুলে নিয়েছে।'

তবে পুলিশের দাবি, বিনা অনুমতিতে রাস্তা আটকে সমাবেশ ও পুলিশের ওপর হামলার অভিযোগে ২৯ জনকে আটক করা হয়েছে।

ওসি কাজী মাইনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিনা অনুমতিতে রাস্তা আটকে সমাবেশ ও পুলিশের টহল টিমের ওপর হামলায় ঘটনায় ২৯ জনকে আটক করা হয়েছে। হামলায় পুলিশের ইনস্পেক্টর রাসেলসহ ৩ সদস্য আহত হয়েছেন। তাদের সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।'

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল ও লাঠি উদ্ধার করা হয়েছে। তবে আটককৃতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands. 

3h ago