ছাত্র-জনতার অভ্যুত্থান আরেকটা বিশেষ দিন: অর্থ উপদেষ্টা

সালেহউদ্দিন আহমেদ। ছবি: স্টার

সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ২০২৪- এ ছাত্র-জনতার যে অভ্যুত্থান হয়েছে, এটাও কিন্তু আরেকটা বিশেষ দিন।

বুধবার মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অতএব এ দুইটা দিনই কিন্তু আমাদের বাংলাদেশের জাতির সর্বশ্রেষ্ঠ দিন। অতএব এ দিনকে আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করব এবং এ দুইটা দিনের উদ্দেশ্য যেটা সাধারণ মানুষের জীবন জীবিকা সুষ্ঠু করার জন্য, আমরা যতদূর সম্ভব সেটা চেষ্টা করব।

তিনি বলেন, চব্বিশ এ  অর্জিত নতুন বাংলাদেশকে সুখি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে হবে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ২৬ মার্চ আমরা তাদের স্মরণ করি যারা শহীদ হয়েছেন, এবং যারা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের ফলেই কিন্তু আমাদের আজকের স্বাধীনতা।

তিনি আরও বলেন, এই বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে আরও সুখি, সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরও বাড়ে, সাথে সাথে আমাদের বাংলাদেশের মানুষ আরও সুখি সমৃদ্ধ হয়।

Comments

The Daily Star  | English

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

18m ago