রাশিয়া থেকে ৫ লাখ টন গম আমদানি করবে সরকার

ছবি: রয়টার্স

সরকার রাশিয়া, ভারত ও ভিয়েতনাম থেকে মোট ৭ লাখ ৩০ হাজার টন গম ও চাল কিনতে যাচ্ছে।

আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে রাশিয়া থেকে যে ৫ লাখ টন গম আমদানি করা হবে, তার মূল্য পরিশোধ করা হবে ডলারে।

এছাড়া ভারত থেকে ১ লাখ টন এবং ভিয়েতনাম থেকে ২ লাখ ৩০ লাখ টন চাল আমদানি করা হবে।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক সাংবাদিকদের জানান, এসব গম ও চাল জি টু জি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে আনা হবে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands. 

2h ago