ওয়াসার এমডির ব্যাংক হিসাব তলব

তাকসিম এ খান। ছবি: সংগৃহীত

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ (বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ)।

গতকাল বুধবার এ হিসাব চাওয়া হয় বলে বিএফআইইউ সূত্র দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।

বিএফআইইউ সূত্র জানায়, তাকসিম এ খানের সব ধরনের ব্যাংক হিসাব জমা ও উত্তোলনের তথ্য জানতে চাওয়া হয়েছে।

এর আগে ১৭ আগস্ট হাইকোর্ট জানতে চেয়েছেন যে, ঢাকা ওয়াসার এমডি হিসেবে তাকসিম এ খানকে গত ১৩ বছরে কী পরিমাণ বেতন-বোনাস, টিএ-ডিএসহ অন্যান্য সুবিধা দেওয়া হয়েছে। প্রতিবেদন আকারে ৬০ দিনের মধ্যে ঢাকা ওয়াসা বোর্ড চেয়ারম্যানকে এসব তথ্য আদালতে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

অর্থ মন্ত্রণালয়ের সার্কুলার ও সার্ভিস (বেতন ও সুবিধাদি) অর্ডার লঙ্ঘন করে ওয়াসার এমডিকে অযৌক্তিক ও উচ্চ বেতন দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে স্থপতি মোবাশ্বের হোসেন গত মাসে ওই রিট করেন।

গত ২৩ জুন তাকসিম এ খানসহ ৯ জনের বিরুদ্ধে ১৩২ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ওয়াসার সাবেক কর্মচারী শাহাব উদ্দিন সরকার মামলার আবেদন করলে আদালত তা ফিরিয়ে দিয়েছেন। তবে অভিযুক্তরা সরকারি কর্মচারী হওয়ায় এ অভিযোগে মামলা ও তদন্ত করা দুদকের এখতিয়ার বলে উল্লেখ করেছেন আদালত।

Comments