ওয়াসা এমডি তাকসিমসহ কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধান চলছে, হাইকোর্টকে দুদক

তাকসিম এ খান। ছবি: সংগৃহীত

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান ও কয়েকজন কর্মীর বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি এবং বিভিন্ন প্রকল্পের নামে ও অবৈধ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধান চলছে বলে হাইকোর্টকে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার আদালতকে এসব তথ্য জানায় দুদক।

দুদক জানায়, ঢাকা ওয়াসার আওতাধীন ৫ থেকে ৬টি প্রকল্পে অনিয়মের অভিযোগ সংক্রান্ত নথি ও তথ্য সংগ্রহ করা হয়েছে এবং আরও নথি ও তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্য বিশ্লেষণের মাধ্যমে অভিযোগের তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রতিবেদন দাখিলের কাজও চলমান রয়েছে।

ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত লিজুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, 'ওয়াসার এমডি তাকসিমের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের কাগজপত্র সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে।'

গত রোববার ঢাকা ওয়াসার এমডি পদে প্রকৌশলী তাকসিম এ খানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago