সাভারে কাভার্ড ভ্যানচাপায় পোশাক শ্রমিক নিহত
সাভারে কাভার্ড ভ্যানচাপায় নূরুল ইসলাম (৪০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার উলাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নূরুল সড়ক পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নুরুল স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে আমরা জানতে পেরেছি। তবে তার সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। মরদেহ হাইওয়ে থানায় আনা হয়েছে, কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
Comments