সব শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে ২ দিন বন্ধ

প্রতীকী ছবি | প্রবীর দাশ/স্টার

বিদ্যুৎ সাশ্রয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে ২ দিন বন্ধ থাকবে।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। আগামী বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, বিদ্যুৎ সাশ্রয় ও যানজট রোধে সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা এবং ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। একইসঙ্গে সব শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে ২ দিন বন্ধ থাকবে।

তিনি আরও জানান, সরকারি অফিস-আদালতে পর্দার ব্যবহার বন্ধ থাকবে। পর্যাপ্ত আলো-বাতাসে কাজ করতে হবে। পাশাপাশি সেচ সুবিধার জন্য ১৫ দিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত গ্রামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে।

Comments

The Daily Star  | English

Dhaka cannot engage with non-state actors: foreign adviser

Md Touhid Hossain also emphasised that peace and stability in the region would remain elusive without a resolution to the Rohingya crisis

38m ago