শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার কোনো সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয়

প্রতীকী ছবি | স্টার

শিক্ষাপ্রতিষ্ঠান শুক্রবারে খোলা রাখার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, 'শিখন ঘাটতি কাটাতে শনিবার অস্থায়ীভাবে বিদ্যালয় পর্যায়ে পাঠদান অব্যাহত আছে। শুক্রবার প্রতিষ্ঠান খোলা রাখার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।'

মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, স্কুলগুলোর জন্য নির্দিষ্ট কর্মদিবস রয়েছে।

'বেশ কয়েকদিন স্কুল বন্ধ থাকায় এখন আমরা প্রয়োজনের কারণে শনিবার স্কুল খোলা রেখেছি। তবে এটি স্থায়ী নয়', বলেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রয়োজনে ছুটির দিনে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে এবং ভবিষ্যতেও তা বহাল থাকবে। এটা নতুন কিছু নয়। প্রয়োজনে যেকোনো ছুটির দিনে স্কুল খোলা রাখবে কর্তৃপক্ষ।

এদিকে প্রায় সব মাধ্যমিক বিদ্যালয় আজ বৃহস্পতিবার বন্ধ। যদিও শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা দেয়নি।

তীব্র তাপদাহের কারণে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করতে চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু আদেশের অনুলিপি না থাকায় তারা সেটা করতে পারেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মে দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ আপিল করতে পারেনি মন্ত্রণালয়। আজ আদালতের ছুটি।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মনিপুর উচ্চ বিদ্যালয়, রাজউক উত্তরা মডেল কলেজসহ অন্যান্য স্কুল কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠার খোলা রেখেছে।
 

Comments