চট্টগ্রামে ডিমের ৩ আড়তদার ও ২ খুচরা বিক্রেতাকে লাখ টাকা জরিমানা

ফাইল ফটো

চড়া দামে ডিম বিক্রি করার অভিযোগে চট্টগ্রামে ৩ আড়তদার ও ২ খুচরা বিক্রেতাকে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ শনিবার দুপুরে নগরীর রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, যেসব ডিম দোকানি ও আড়তদারদের জরিমানা করা হয়েছে, তারা ইচ্ছামত দামে ডিম বিক্রি করছিলেন। ডিমের ক্রয়মূল্য কত সেটা তারা বলতে পারেননি। কৃষি বিপণন আইন ভেঙে তারা ক্রেতাদের ঠকিয়ে ডিম বিক্রি করে বেশি মুনাফা করছিলেন।

তিনি আরও বলেন, অতিরিক্ত দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা না থাকায় রিয়াজউদ্দিন বাজারের আমিন এন্টারপ্রাইজ, মেসার্স রাজ এন্টারপ্রাইজ ও মজুমদার পোল্ট্রি ফার্মকে ৩০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশপাশি বেশি দামে ডিম বিক্রি করায় ইকবাল স্টোর নামের একটি খুচরা দোকানে ৩ হাজার টাকা ও মূল্য তালিকা না থাকায় এক মুদি দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Comments