অস্থিতিশীল মুদ্রা বাজার: ৬ ব্যাংকের এমডির কাছে ব্যাখা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

দেশের বৈদেশিক মুদ্রা বাজারের অস্থিতিশীলতার সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা করার অভিযোগে ৬টি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ ৬টি ব্যাংক হলো-ডাচ বাংলা ব্যাংক, দ্য সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।

গতকাল বুধবার রাতে এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক এ ব্যাংকগুলোর এমডিদের আগামী ৭ দিনের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে।

এর আগে অতিরিক্ত লাভ করতে সংশ্লিষ্টতার অভিযোগে গত ৬ আগস্ট এই ৬ ব্যাংকের ট্রেজারি প্রধানদের মানবসম্পদ বিভাগে বদলির নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক আরেকটি নোটিশে এই ৬ ব্যাংককে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত বৈদেশিক মুদ্রা বাজার থেকে অর্জিত মুনাফা ব্যাংকের আয়ের অ্যাকাউন্টে স্থানান্তর না করার নির্দেশ দিয়েছে।

এই আয়ের হিসাব একটি পৃথক অ্যাকাউন্টে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো ব্যাংক এই ৫ মাসের বৈদেশিক মুদ্রা বাজারের মুনাফা নিজ আয়ের অ্যাকাউন্টে স্থানান্তর করে, তাহলে তাকে ওই অর্থ ফেরত দিতে হবে।

এ বছরের ১১টি ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যালেন্স শিট দেখে জানা যায়, তারা চলতি বছরের প্রথম ছয় মাসে আগের বছরের তুলনায় ১৫০ থেকে ৭০০ শতাংশ মুনাফা করেছে।

ব্যাংকগুলো রপ্তানিকারকদের কাছ থেকে কম দামে ডলার কিনে ব্যাংকিং নিয়ম লঙ্ঘন করে অনেক বেশি দামে ডলার বিক্রি করেছে বলে অভিযোগ আছে।

Comments

The Daily Star  | English

Uncertainty created as specific polls date has not been announced: Tarique

Tarique reiterated the demand that the government election be held by December

14m ago