ভেতরে ভেতরে একটা দুঃখ ছিল নায়ক জসীমের: অঞ্জনা

আজ নায়ক জসীমের জন্মদিন। তার এই বিশেষ দিনের অনেক অজানা কথা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন অভিনেত্রী অঞ্জনা।
সিনেমার দৃশ্যে অঞ্জনা ও জসিম। ছবি: অঞ্জনার ভেরিফায়েড পেজ থেকে নেওয়া
সিনেমার দৃশ্যে অঞ্জনা ও জসিম। ছবি: অঞ্জনার ভেরিফায়েড পেজ থেকে নেওয়া

আজ নায়ক জসীমের জন্মদিন। তার এই বিশেষ দিনের অনেক অজানা কথা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন অভিনেত্রী অঞ্জনা।

তিনি বলেন, 'বাংলা সিনেমার অ্যাকশন কিং জসীম ভাইয়ের কথা কোন জায়গা থেকে শুরু করবো বুঝতে পারছি না। সিনেমায় ভয়ানক একজন খলনায়ক থেকে নায়ক হয়েছিলেন তিনি। তিনি বাংলা সিনেমার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন আজীবন। বাংলা সিনেমাপ্রেমী দর্শকের হৃদয়ে তার আসন চিরস্থায়ী। অনন্য উচ্চতায় নিজেকে নিয়ে গিয়েছিলেন। অনেক সিনেমায় আমরা জুটি হিসেবে অভিনয় করেছি।'

অঞ্জনা আরও জানান, নায়ক জসীমের ভেতরে একটা দুঃখ ছিল।  

অগ্নিপুরুষ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
অগ্নিপুরুষ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

অঞ্জনা আরও বলেন, 'তিনি আমার কাছে জানতে চেয়েছিলেন, "আমি কি ভালো অভিনয় করতে পারিনা? এতো সিনেমায় অভিনয় করলাম, কিন্তু একটা জাতীয় পুরস্কার কিংবা রাষ্ট্রীয় স্বীকৃতিও পেলাম না।" কথাগুলো বলতে বলতে কেঁদেই ফেলেছিলেন তিনি।  তাকে বলেছিলাম, আপনি যে দর্শকের  ভালোবাসা পেয়েছেন এটাই একজন শিল্পীর সবচাইতে বড় প্রাপ্তি। খুব মনে হয় তার কথা।'

১৯৫১ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জের বক্সনগর গ্রামে জন্মেছিলেন তিনি। তার পুরো নাম আবুল খায়ের জসিম উদ্দিন।

জসিম অভিনীত প্রথম সিনেমার নাম 'দেবর'। নায়ক হয়ে প্রথম অভিনয় করেন 'মোকাবেলা' সিনেমায়। খলনায়ক হয়ে ৭০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। নায়ক হিসেবে ১২০টির বেশি সিনেমায় দেখা গেছে তাকে।

খলনায়ক থেকে নায়ক হন জসিম। ছবি: সংগৃহীত
খলনায়ক থেকে নায়ক হন জসিম। ছবি: সংগৃহীত

এফডিসিতে নায়ক জসিমের নামে 'মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম ফ্লোর' আছে। সুপারস্টার এই নায়ক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে যুদ্ধ করেছিলেন। সে কারণেও মানুষের কাছ থেকে অনেক সম্মান পেয়েছেন।

নায়ক জসিমের প্রথম স্ত্রীর নাম সুচরিতা। দ্বিতীয় স্ত্রী বাংলাদেশের প্রথম সিনেমা 'মুখ ও মুখোশ'র নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিন। এই দম্পতির তিন ছেলে সামি, রাতুল ও রাহুল।

জসীম অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—দেবর, রংবাজ, দোস্ত দুশমন, মহেশখালির বাঁকে, বারুদ, বদলা, কসাই, বাহাদুর, এক মুঠো ভাত, সুন্দরী আসামী হাজির, প্রতিহিংসা, মান-সম্মান, লাইলী মজনু, নাজমা, গাদ্দার, সবুজ সাথী, সিআইডি, লাভ ইন সিঙ্গাপুর, অভিযান, আক্রোশ, দি রেইন, কুয়াশা, প্রতিজ্ঞা, এপার-ওপার, নিশানা, নিষ্পাপ, নিঃস্বার্থ, নিষ্ঠুর, স্বামীর আদেশ, দুই রংবাজ, প্রেম লড়াই, হিরো, শত্রুতা, ভাই আমার ভাই, ভরসা, মাস্তান রাজা, সারেন্ডার, স্বামী কেন আসামী, মেয়েরাও মানুষ, ভালোবাসার ঘর, ঘাত-প্রতিঘাত, পরাধীন, লাট সাহেব, কালিয়া, বিজয়, ছোট বউ, জিদ্দি, ওমর আকবর, রক্তের বদলা, চিরশত্রু, লক্ষ্মীর সংসার, লালু মাস্তান, টাইগার, কাজের বেটি রহিমা ও বাংলার নায়ক।

তুফান সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
তুফান সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

অঞ্জনা তার ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্টের মাধ্যমে প্রয়াত এই নায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

Comments

The Daily Star  | English

Six state banks asked to cancel contractual appointments of MDs

The Financial Institutions Division (FID) of the finance ministry has recommended that the boards of directors of six state-run banks cancel the contractual appointment of their managing directors and CEOs..The six state-run banks are Sonali Bank, Janata Bank, Agrani Bank, Rupali Bank, BAS

1h ago