‘মা ছাড়া জীবনটা কত বেদনার, তা মা হারা মেয়েরাই বোঝে’

মায়ের সঙ্গে পূজা চেরি । ফাইল ফটো

ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরির মা ঝরনা রায় ২০২৪ সালের ২৪ মার্চ মৃত্যুবরণ করেন। এ বছরের ২৪ মার্চ মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চিঠি লেখেন এই অভিনেত্রী। আজ মা দিবসে পূজা চেরির সেই চিঠিটি এখানে তুলে ধরা হলো।

'মা ও মা

কেমন আছো তুমি? তোমাকে দেখি না ৩৬৫ দিন হয়ে গেল। কীভাবে চলে গেল সময়টা। গত বছর এই সময়টা আমার কাছে ছিল নরকের আগুনের মতো ভয়ঙ্কর।

বুকে কী যেন আটকে থাকে সবসময় মামুনি। মনে করি, কাঁদলে মনে হয় ঠিক হয়ে যাবে। কিন্তু না কেমন জানি আরও বুকটা ভারী হয়ে ওঠে। মনে হয় পৃথিবীর সবচেয়ে ভারী পাথর আমার বুকে।

মাঝে মাঝে খুব অবাক হই জানো মামুনি...। যে মানুষটা তার মেয়েকে এক মিনিটের জন্য চোখে হারাত না, সেই মানুষটা কতদিন তার মেয়েকে ছেড়ে কত দূরে আছে!!!!

ওরে আমার মা, বলো না কেমন আছো? ভালো আছো তো? আমি কিন্তু ভালো আছি। কেন ভালো আছি জানো? কারণ তুমি যেন ওই দূরে ভালো থাকো। তোমাকে তো আমি দেখতে পারছি না, তুমি তো দেখতে পারছ। খালি মনে হয় ইশশ তোমাকে যদি আমি দেখতে পারতাম শুধু, আর কেউ না দেখুক। কিন্তু বাস্তবতা তো আলাদা। যখনই বাস্তবতায় ফিরে আসি, কিছুতেই মানতে পারি না তুমি বহুদূরে, যেখানে গেলে কেউ আসতে পারে না।

জানো মামুনি সবাই আমাকে বলে পূজা তুমি খুব স্ট্রং। হা হা হা তারা কী জানে যে, মেয়েটা তার মায়ের মতোই। তুমিই তো সব শিখিয়েছ মামুনি।

একটা মেয়ের মা ছাড়া তার জীবনটা যে কি বেদনার তা কেবলই ওই মা হারা মেয়েরাই বোঝে। ও মা , মা গো তুমি কি আসলেই ভালো আছো মা?

আমি কিন্তু ভালো আছি মা। ইশশ ভুলেই গেছি, আমি মিথ্যা বললে তুমি ধরে ফেল। তবে একটা কথা কি মামুনি, তোমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। পরের জন্ম বলে যদি কিছু থাকে, আমি যেন তোমার মেয়ে হয়েই জন্ম নিই।

এই মনকে কীভাবে বোঝাই—শুধু এই ৩৬৫ দিন না, যতদিন বেঁচে আছি, ততদিন তোমার ওই মায়াবী মুখ আর দেখতে পাব না, তোমার স্পর্শ পাব না। ওপারে ভালো থাকো আমার সোনা মামুনি। তবে দেখা হবে তো অবশ্যই। প্রস্তুত থেকো।'

Comments

The Daily Star  | English

What are we building after dismantling the AL regime?

Democracy does not seem to be our focus today. Because if it were, then shouldn’t we have been talking about elections more?

8h ago