বিদেশযাত্রীদের হাতে সময় নিয়ে বিমানবন্দরে যেতে বলল ডিএমপি

বিআরটি
চলমান বিআরটি প্রকল্পের কাজ। ছবি: সংগৃহীত

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী যাত্রীদের হাতে অতিরিক্ত সময় নিয়ে যাত্রার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা বিভাগ।

ট্রাফিক উত্তরা বিভাগ সূত্র জানায়, রাজধানীর বিমানবন্দর এলাকায় চলমান বিআরটি প্রকল্পের কাজের জন্য বর্তমানে ৩ লেনে গাড়ি চলাচল বন্ধ আছে। 

এতে সড়কে তীব্র যানজট হচ্ছে উল্লেখ করে ট্রাফিক বিভাগ খিলক্ষেত হয়ে উত্তরা ও গাজীপুরগামী যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে এই সড়কে চলাচলের অনুরোধ করেছে।

বিশেষ করে বিদেশগামী যাত্রীদের নির্দিষ্ট সময়েরও অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা শুরু করার জন্য অনুরোধ জানানো হয়েছে। 

একইসঙ্গে বিমানবন্দরগামী যাত্রীদের লা মেরিডিয়ান হোটেল ও কাওলা অতিক্রম করার পর অবশ্যই বাম লেন ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ।

Comments

The Daily Star  | English

Consensus key to reforms, election

Chief Adviser Muhammad Yunus yesterday said reforms without consensus and elections without reforms would not be able to take Bangladesh forward.

6h ago