জবির আন্দোলনের মধ্যেই কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

জবির আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ। ছবি: পলাশ খান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শিক্ষকদের চলমান আন্দোলনের মধ্যে কাকরাইলে প্রধান বিচারপতির সরকারি বাসভবন ও আশপাশের এলাকায় সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ (অধ্যাদেশ নং- III/৭৬) এর ২৯ ধারার আওতায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞাটি আজ থেকেই কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে প্রতিবাদ বা দাবি আদায়ের নামে সড়ক অবরোধ থেকে বিরত থাকতেও অনুরোধ করেছে ডিএমপি। 

প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন কাকরাইল মসজিদ মোড়ে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঐক্য' ব্যানারে হওয়া এই অবস্থান কর্মসূচির মধ্যেই এই নিষেধাজ্ঞা দিল ডিএমপি। 

জবির আন্দোলনকারীরা তাদের চার দফা দাবির ব্যাপারে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ও সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলো হলো—প্রধান বিচারপতির সরকারি বাসভবনের আশপাশ, বিচারপতিদের আবাসিক এলাকা (জাজেস কমপ্লেক্স), বাংলাদেশ সুপ্রিম কোর্টের মূল ফটক, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশপথ এবং জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটের সামনের অংশ।

ডিএমপির নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলো হলো—প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১ ও ২ নম্বর প্রবেশ ফটক ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্পূর্ণ এলাকা।

এর আগে, গত ৯ মে সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, কাকরাইল মসজিদ মোড় ও আশপাশের এলাকায় জনসমাবেশ, মিছিল ও প্রতিবাদ কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ডিএমপি। 

চলতি বছরের ১৩ মার্চ এবং গত বছরের ২৫ ও ২৯ আগস্ট সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশে একইরকম নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

তবে এসব নিষেধাজ্ঞার ঘোষণা সত্ত্বেও সেসময় উক্ত এলাকাগুলোতে একাধিক গণজমায়েত হয়েছে।

Comments

The Daily Star  | English
US wants Bangladesh trade plan,

Reducing US trade GAP: Dhaka turns to Boeing, wheat imports

Bangladeshi officials are preparing for a third round of talks in Washington next week

8h ago